শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আটপাড়া উপজেলায় অবৈধ ভাবে ভূমি ক্রয় বিক্রয় করে টাকা আত্মাসাতের অভিযোগ
তানজিলা আক্তার রুবি, আটপাড়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৫৮ PM

নেত্রকোনার আটপাড়া উপজেলার সেতুর বাজারে দোকান ও ভূমি অবৈধ ভাবে ক্রয় বিক্রয় করে টাকা আত্মসাৎ করার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার গোয়াতলা গ্রামের লাল হোসেনের ছেলে সাইদুল ইসলাম এ অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সেতুর বাজার উন্নয়ন কমিটির সভাপতি মোঃ এখলাছ মিয়া ও সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান ইসলাসসহ কয়েকজন সমিতির গঠনতন্ত্র ব্যতীরেখে অবৈধ পন্থায় পূর্ববর্তী কমিটি বাতিল করে মনগড়া ভাবে কমিটি তৈরি করে বাজার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তাদের এ ধরণের কার্যকলাপে সাধারণ ব্যবসায়ী ও বাজারের ভূমির মালিকগণ অসন্তুষ্টি প্রকাশ করেন। তাছাড়া তারা কমিটির দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন স্বেচ্ছাচারিতামূলক আচরণ করে যাচ্ছেন। কমিটির লোকজন বাজারের ভূমির দখলদারদের অবহিত না করেই বিভিন্ন লোকজনের নিকট অবৈধ পন্থায় টাকার বিনিময়ে জমি হস্তান্তর করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন ।
 
ব্যবসায়ীগণ এতে বাজারের জমির বাজারের দখলকারগণ ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ব্যবসায়ী ও ভূমির মালিকগণ সহজ-সরল প্রকৃতির লোক হওয়ায় প্রতিবাদ করতে সাহস পায় না। তাছাড়া কিছু ব্যবসায়ী তাদের এ ধরণের কার্যকলাপের প্রতিবাদ করলে সমিতির সভাপতি মোঃ এখলাছ মিয়া ও সাধারণ সম্পাদক, মোঃ মাহমুদুল হাসান খান রুবেল এবং খায়রুল ইসলাম তাদের লোকদের দ্বারা হুমকি ধমকি ও ভয়-ভীতি প্রদর্শন দেখান । ফলে সাধারণ ব্যবসায়ী ও জমির দখলদারগণ ভূমি অবৈধ পস্থায় বিক্রি করে তাদেরকে কোন প্রকার টাকা না দিয়ে  অর্থ নিজের মধ্যে ভাগ বাটোয়ারা করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছেন। ভোক্তভোগীরা বিষয়টি তদন্ত করে সাধারণ ব্যবসায়ী ও ভূমির দখলদারদের রক্ষা করার আহ্বান।

এ ব্যাপারে আটপাড়া উপজেলার নিবার্হী কর্মকর্তা শাকিল আহমেদ বলেন,অভিযোগ পেয়েছি এবং  অভিযোগের পেক্ষিতে শুনই ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে তদন্ত করার জন্য বলা হয়েছে  এখনো তদন্ত প্রতিবেদন হাতে পাইনি।অভিযোগের সততা পেলে উপযোগীয় আইনগত ব্যবস্থা নিবো।

বাবু/এসএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত