শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়ায় এমপির বাসভবনে উকিল বাড়ীতে আটপাড়ার নিম্ন আয়ের মানুষদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন কেন্দুয়া - আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি।
সেলাই মেশিন পেয়েছেন, আটপাড়ার সুনই ইউনিয়নে খাদিজা আক্তার, সুখারী ইউনিয়নে সাহারা আক্তার, স্বরমুশিয়া ইউনিয়নে রোজিনা আক্তার, বানিয়াজান ইউনিয়নে সায়রা ইয়াসমিন।
এ সময় বাংলাদেশ যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, আটপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাসরিন চৌধুরী রেখা, ইউপি চেয়ারম্যান সাইদুল হক তালুকদার,শাহজাহান কবীর, রোকনুজ্জামান রোকন, উকিল চন্দ্র দাস,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজ উর রহমান, শ্রম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম আঙ্গুর, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, ভোরের ডাক কেন্দুয়া প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেম আকন্দসহ আওয়ামীলীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-বাবু/এ.এস