সোনাগাজীতে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ১০ই সেপ্টেম্বর (শনিবার) বিকালে মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নুরুল আলম, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মোঃ আলমগীর, মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উল্লাহ প্রমূখ।
খেলায় আর এম হাট কে উচ্চ বিদ্যালয় (বালিকা) একাদশ কে হারিয়ে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় (বালিকা) একাদশ চ্যাম্পিয়ন
-বাবু/এ.এস