শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আখাউড়ায় বেড়েছে মটর সাইকেল চুরি
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ৩:০২ PM

শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাসায় ফিরে দুপুরের খাবার শেষে ছুটির দিন থাকা ঘুমিয়ে পড়ি বিকেল ৪ টায় দুতলা থেকে নিচে নেমে দেখি আমার মটর সাইকেলটি নেই আশপাশে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে কোন হদিস মেলেনি পরে সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।কথাগুলো বলছিলেন গ্রামীন ব্যাংক আখাউড়া শাখায় কর্মরত কলেজ পাড়ার বাসিন্দা মোঃ মিজানুর রহমান। 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সক্রিয় হয়ে উঠেছে মোটরসাইকেল চোর সিন্ডিকেট। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গত দুই মাসে চুরি হয়েছে অন্তত ১২টি মোটরসাইকেল।আর গত দুই দিনের ব্যবধানে শুধু মাত্র কলেজ পাড়া থেকেই চুরি হয়েছে তিনটি মটর সাইকেল।চুরি যাওয়া এসব মোটরসাইকেল উদ্ধারে স্থানীয় প্রশাসনের উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ জানায়, বেশিরভাগ ক্ষেত্রেই মোটরসাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাওয়ার পর থানায় অভিযোগ করতে আগ্রহী নয় ভুক্তভোগীরা। কিছু ক্ষেত্রে সঠিক সময়ে চুরির তথ্য দিতে না পারায় উদ্ধার করা সম্ভব হচ্ছে না চুরি যাওয়া এসব মটর সাইকেল। আর ভুক্তভোগীরা বলছেন, মটর সাইকেল চুরির সিন্ডিকেটের বেশির ভাগই মাদকাসক্ত। 

আখাউড়া কলেজ পাড়ার স্থানীয় বাসিন্দা আবুল কালাম হাজারী বলেন,‘সম্প্রতি উদ্বেগজনকহারে বেড়েছে মটর সাইকেল চুরির ঘটনা। গত কিছু দিনআগে আমার বিল্ডিংয়ের নিচতলার বুরো বাংলাদেশ নামে এনজিও অফিসের রুম থেকে দরজা ভেঙ্গে আমার একটি ও এনজিওর একটিসহ মোট দুটি মটর সাইকেল একসাথে নিয়েগেছে থানায় লিখিত অভিযোগ দিয়েছি আজ-অব্দি কোন খবর মিলেনি। মটর সাইকেল চুর ধরতে পুলিশের আন্তরিকতার অভাব রয়েছে।

মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ার ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, চুরির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি।এরি মাঝে আমরা বেশকিছু চোর ধরে জেল হাজতে পাঠিয়েছি।আমাদের পুলিশ তৎপর রয়েছে। আমাদের নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে।যে কোন কাজে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত