নাটোরের বড়াইগ্রামের চৌমুহন গ্রামের গৃহবধু বিনা খাতুনের (১৮) খুনীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে উপজেলার জোনাইল বাজারে রাজাপুর-জোনাইল সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কালে জোনাইল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড সদস্য ইমরান হোসেন কালু, নিহতের শোকাহত পিতা বেলাল হোসেন, মা নাজমা বেগম, ভাই মেহেদী হাসান, কুশমাইল গ্রামের সমাজসেবক দুলাল প্রামাণিক ও শামীম আহমেদ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর চৌমুহন গ্রামের মাসুম আহম্মেদ পারিবারিক কলহের জের ধরে স্বজনদের সহযোগিতায় তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে। পরে সেটা আত্নহত্যা বলে প্রচার করার চেষ্টা করেছে। এমনকি অভিযুক্তরা থানাকে প্রভাবিত করে বিষয়টি ভিন্নখাতে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বীনা যে আত্নহত্যা করেনি, তা পরিষ্কার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। আমরা অবিলম্বে বীনার খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
-বাবু/এ.এস