পুরো শিক্ষা কার্যক্রমকে পাল্টে ফেলার চেষ্টা করছি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। রোববার বিকেলে কেরানীগঞ্জের তারানগরে নালন্দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানটের অপালা-ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা ইতিহাস ঐতিহ্য থেকে শিখবে, যেখানে মুখস্ত বিদ্যা থাকবে না। শিক্ষার্থীরা শিক্ষাকে ধারণ করে তা প্রয়োগও করবে। শিক্ষাক্রমের মাধ্যমে তারা দেশকে ভালোবাসবে। এসময় ছায়ানটের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান অতিথি।
এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আ্যডভোকেট কামরুল ইসলাম এমপি। কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সহ রাজনৈতিক ও সংস্কৃতিক কর্মীরা এবং ছায়ানট কর্মকর্তা ও প্রশিক্ষকরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সংগীত ও নৃত্যশিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।
আ্যডভোকেট কামরুল ইসলাম বলেন সংঙ্গীত ও নৃত্যকলার জন্য কেরানীগঞ্জের ছায়ানট উল্লেখ যোগ্য ভুমিকা রাখবে। এখানকার শতশত নারী ও পুরুষ সংঙ্গীত চর্চা করতে পারবে।
-বাবু/এ.এস