বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
মানিকগঞ্জের দৌলতপুরে নিলুয়া গ্রামের মোঃ সাইজুদ্দিনের বাড়িতে আগুন
মোঃ লুৎফর রহমান ,দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৩ PM
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের নিলুয়া গ্রামের মোঃ সাইজুদ্দিনের বাড়িতে গরুর ঘরে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি গরু, ঘরসহ ভিতরে থাকা চারটি গরু ও মালামাল পুড়ে ছাই হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় – সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আগুন আগুন বলে চিৎকার করলে আশে পাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।যতক্ষনে চেষ্টা করে ততক্ষনে একটি ঘরসহ দুটি গরু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ভূস্মিভূত হয়।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মোঃ সাইজুদ্দিন হোসেন বলেন- গতরাত ২ টার দিকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টায় ব‍্যার্থ হয়। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষনে দুটি গরুসহ ঘর ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালা মালা ক্ষতি হয় আমার।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নিলুয়া গ্রামের মেম্বার মোঃ সায়েদুর রহমান  বলেন- ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।  বৈদ্যতিক আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। পরে আগুন ছড়িয়ে যায়। এলাকার লোকজন ও দৌলতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরসহ দুটি গাভী পুড়ে ছাই হয়ে যায়। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সকলকে এগিয়ে আসার আহবান জানাই।


-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত