রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
নড়াইলে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ-গলিত লাশ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৮ PM আপডেট: ১২.০৯.২০২২ ৪:৪৭ PM
নড়াইলের লোহাগড়ায় এক অজ্ঞাত ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার হয়। উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় মেলেনি।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পাচুড়িয়া গ্রামের দক্ষিণ পাশে বিলের মধ্যে ওই এলাকার বাচ্চারা শাপলা তুলতে যায়। এসময় বাচ্চারা বিলের মধ্যে একটি যুবকের লাশ ভাসতে দেখে। পরে এলাকাবাসী জড়ো হয়ে লোহাগড়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল স্থানীয়দের সহোযোগিতায় লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায় নি।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত