শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
ডোমারে আরিফ হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৪:৩৫ PM
৮ম শ্রেণির ছাত্র আরিফ হোসেনের (১৪) মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধারের ১৯ দিন পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে নীলফামারীর ডোমারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে আরিফ হোসেনের সহপাঠিরা। এ সময় আরিফ হোসেনের বাবা আনোয়ার হোসেন, মা তফিনা বেগমসহ তার আত্মীয়-স্বজন ও এলাকাবাসী উক্ত কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সহপাঠী আরিফ হোসেনের হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির দাবীতে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয়। সমাজ সেবক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আসাদুজ্জামান হিল্লোল, আরিফের বাবা আনোয়ার হোসেন, মা তফিনা বেগম, প্যানেল মেয়র সেলিম রেজা ও আরিফের সহপাঠিরা। নিহত আরিফের মা তফিনা বেগম বলেন, গত ১৯ আগষ্ট বিকালে আমার ছেলে অটো নিয়ে বাইরে বের হয়ে নিখোঁজ হয়। তার ৭দিন পর আমার ছেলের মাথা বিচ্ছিন্ন অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার প্রায় ২৬ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ আমার ছেলের হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ নানা ভাবে আমাদের বুঝিয়ে সময় নষ্ট করছে। তিনি বলেন আমার ছেলের হত্যাকারীকে গ্রেফতার করা না হলে, পরিবারের পক্ষ থেকে আমরা অপরাধীকে গ্রেফতার হওয়া না পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবো। আরিফের বাবা আনোয়ার হোসেন বলেন, আমার ছেলে অটো চালিয়ে আমাদের সংসার চালান। তাকে হারিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। ঘটনার ২৬ দিন পেরিয়ে গেলেও আমার ছেলের হত্যাকারীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি আরিফ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কাওসার আলম বলেন, প্রযুক্তির সহায়তায় আমরা হত্যাকারীকে সনাক্ত করে তাদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অচিরেই এই হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আত্ততায় নিয়ে আসা হবে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য,গত ১৯ আগষ্ট বিকালে ডোমার পৌর এলাকার কাজী পাড়ার আনোয়ার হোসেনের ছেলে অটো নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৭ দিন পর ২৬ আগষ্ট ডোমার বড়রাউতা এলাকার সাধুর আশ্রম সংলগ্ন  একটি গভীর সেটপাম্পের ঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ডোমার থানা পুলিশ।

এ ব্যাপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মামলাটি তদন্তধীন। সর্বোচ্চ গুরুত্বসহকারে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাবু/জাহিদ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত