বগুড়ার মাটিডালী বিমান মোড় এলাকায় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ২৮তম উপশাখার উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহম্মেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ উপশাখার শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, ব্যাংকের পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান হুমায়ুন বখতিয়ার এফসিএ, টিএমএসএস’র নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড.খন্দকার আলমগীর হোসেন, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ১ কাজী রেজাউল করিম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ ম্যানেজার বাবর আলী দেওয়ান, ব্যাংক কর্মকর্তা হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তাজুল ইসলাম। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কমার্স ব্যাংক জনগণের টাকার আমানতদারী একটি প্রতিষ্ঠান। সেবার মান মানসিকতা নিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক জনগণের সাথে কাজ করে থাকে। অত্র এলাকার জণগণকে এ ব্যাংকে হিসাব খুলে লেনদেন করার আহ্বান জানান।
বাবু/জাহিদ