খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার ওসি আনচারুল করিম ক্রেতা সেজে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করেছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৫টায় রাঙ্গুনিয়া চৌমুহনী মাছ বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি আজগর আলী (৩০) পানছড়ি মোল্লাপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। জানা যায়, আদালত আজগর আলীকে পানছড়ি থানার ২টি জিআর মামলায় একটিতে ১ বছর ৬ মাস ও আরেকটিতে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়। পরবর্তীতে সে গা ঢাকা দিয়ে চট্টগ্রাম জেলার রাঙ্গুনীয়া উপজেলার চৌমুহনী বাজারে মাছের ব্যবসা শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি তার সাথে সংখ্যতা গড়ে তোলে এবং মাছ ক্রয় করার প্রস্তাব দেয়। অবশেষে খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ছদ্মবেশী মাছ ক্রেতা সেজে ওসি আনচারুল করিম তাকে আটক করেন।
এ সফল অভিযানে ওসিকে সার্বিক সহযোগিতা করেন, পানছড়ি থানার এস.আই অনিক, এ.এস.আই কামরুল ও এ.এস.আই ফারুক। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বাবু/জাহিদ