মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কাউখালী‌তে টানা বৃ‌ষ্টি ও জোয়া‌রের পা‌নি‌তে নিম্নাঞ্চল প্লা‌বিত
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি‌
প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৩ PM
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এর প্রভাবে পিরোজপুরের কাউখালীতে তিন দিন ধরে টানা ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টি ও জোয়ারে মঙ্গলবার উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৩৫টি গ্রামের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠসহ ক্লাস রুম জোয়ারের পানিতে তলিয়ে গেছে।

কাউখালী দক্ষিন বাজার, স্টীমার ঘাট, কাউখালী-আমরাজুড়ি ফেরিঘাট সড়ক, কেউন্দিয়া-দাশেরকাঠী সড়ক, কলেজ এবং উত্তর বাজার এলাকার নিচু সড়কের ড্রেন জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। একদিকে একটানা বৃষ্টি আবার জোয়ারের পানির চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার কাউখালীর নদ-নদীর জোয়ারের পানি বিপৎসীমার ২০ থেকে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। কাউখালীর আমরাজুড়ি ফেরিঘাট এবং কাউখালী-সোনাকুর ফেরীর গ্যাংওয়ে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন পারাপারে ভোগান্তিতে পড়তে হয়। জোয়ার এবং বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ২০ থেকে ২৫টি বিদ্যালয়সহ নিচু সড়ক।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত