ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় জেলা শহরের নেসকো-০১ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
আইইবি’র চেয়ারম্যান প্রকৌশলী মো. মহসীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোজাহার আলী প্রামানিক, সম্পাদক প্রকৌশলী মো. রাকিবুল আহসান, সদস্য প্রকৌশলী মো. মোবারক হোসেন, প্রকৌশলী এজেএম মো. মাসুদুর রহমান, প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক, প্রকৌশলী অমিত কুমার সরকার, প্রকৌশলী মো. সেলিম রেজা ও প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান।
সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার এর ব্যাপারে আলোচনা করা হয় এবং সবাই একমত পোষণ করেন। এছাড়াও প্রকৌশলীদের বিভিন্ন পেশা সংক্রান্ত সমস্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়, এবং সমস্যা নিরসনের লক্ষ্যে নানান কর্মসূচি গ্রহণের বিষয়ে সকল প্রকৌশলী একমত পোষণ করেন।
বাবু/জাহিদ