নিখোঁজের দশ মাসেও সন্ধান মেলেনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নে তিতখলা গ্রামের, আলী হোসেনের পুত্র শাহ্ আলম (৫২)। স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী নাছিমা আক্তার। স্বামীর সন্ধান না পেয়ে স্ত্রী নাছিমা আক্তার বাদী হয়ে নান্দাইল মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন।
পরিবার সূ্ত্রে জানা যায়, শাহ আলম গত (২৭/১১/২১) তারিখে নিজ বাড়ি থেকে ভাড়ার উদ্দেশ্যে অটোরিকশা নিয়ে বাহির হয়ে আর ফিরে আসেননি। শাহ্ আলমের উচ্চতা আনুমানিক পাঁচ ফুট পাঁচ ইঞ্চি, গায়ের রং কালো, মুখমণ্ডল গোলা, মুখে আদা কাঁচা ও পাকা দাঁড়ি আছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল বেগনী রংয়ের শার্ট ও লুঙ্গি।
শাহ্ আলমের বোন জামাই বাবর আলী বলেন, শাহ্ আলম অত্যন্ত ভদ্র একজন মানুষ। বাড়িতে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া-বিবাদ কোনো কিছুই হয়নি। সুতরাং পরিবারের কারও ওপর রাগ করে তিনি আত্মগোপন করে আছেন এমনটা হওয়ার কথা না। শাহ আলমের স্ত্রী নাছিমা আক্তার (৪৭) কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী খাওয়া দাওয়া করে অটোরিকশা নিয়ে বের হয়ে গত দশ মাস ধরে নিখোঁজ। সে বেঁচে আছে না মরে গেছে তা আল্লাহ জানেন।
তিনি আরও বলেন, তিন বেলা খাবারের জন্য খুব কষ্ট করে দিন পার করছি কিন্তু প্রতিদিন পথ চেয়ে বসে থাকি। যে আমার স্বামী শাহ্ আলম ফিরে আসবে। ওকে ফিরে পেতে সন্তানরা সহ আমি পাগলপ্রায়।
বাবু/জাহিদ