বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আজও সারা দেশে বৃষ্টি হচ্ছে । ভোররাত থেকে কেন্দুয়ায় থেমে থেমে শুরু হয়েছে বৃষ্টি। এর ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। বৃষ্টির কারনে যানবাহন সংকটে পড়ছেন অনেকেই। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষের।
আবার রাস্তায় পর্যাপ্ত রিকশা না থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। অটোরিকশার অপেক্ষায় রাস্তায় দীর্ঘ সময় অপেক্ষা করেন তারা। কেউ কেউ হেঁটেই গন্তব্যে রওনা হন। এদিকে রাস্তায় পানি জমে যাওয়ায় চলাচলের ক্ষেত্রে সাধারণ মানুষ পড়েছে চরম বিপাকে। যারাই ঘর থেকে বেরিয়েছেন, তারাই বর্ণনা দিয়েছেন- কতটা দুঃসহ ছিল এই অচলাবস্থা।
শিক্ষা প্রতিষ্ঠানে আজকে শিক্ষার্থী কম কেন, এরকম প্রশ্নের উত্তর দিতে গন্ডা ডিগ্রি কলেজ একাদশ শ্রেনীর ছাত্রী ইতি আক্তার জানায়, বৃষ্টির জন্য কলেজে ছাত্র/ছাত্রীরা কম এসেছে। তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের কলেজে আসা-যাওয়া নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে।
খেটে খাওয়া মানুষ, রিক্সা ও অটো রিক্সায় যাদের জীবন জীবিকা চলে, তারা চরম বিপাকে পড়েছে বলে মনে করেন স্থানীয় পৌর কমিশনার গোলাম জিলানী। এই বৃষ্টি প্রচণ্ড গরমে শান্তি এনে দিয়েছে পাশাপাশি গ্রামের সাধারণ কৃষকদের আমন ধানের বাম্পার ফলন হবে বলে মনে করেন কেন্দুয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন বাচ্চু।
বাবু/জাহিদ