বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
শেরপুরে বাসের চাপায় অটোরিকশা চালক নিহত, আহত ৩
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৮ PM
শেরপুরে বাস চাপায় মজনু (৬২) নামে এক অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

ওই দুর্ঘটনায় অটো রিকশায় থাকা তিন যাত্রী আহত হন। এদের মধ্যে জোবেদা নামে এক মহিলার অবস্থা আশংকাজনক, তার বাড়ি জামালপুরের দিগপাইত গ্রামে।

স্থানীয়রা জানায়, বিকালে ঢাকা থেকে আগত যমুনা পরিবহন নামে একটি যাত্রীবাহী দ্রুতগামী বাস শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বর হয়ে বকশিগঞ্জ যাওয়ার পথে ব্যাটারী চালিত দুইটি অটো রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এসময় অটো রিকশা চালক মজনু ঘটনাস্থলেই মারা যায়। সেইসাথে ওই দুই অটো রিকশায় থাকা তিন যাত্রী গুরুত্বর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সদর থানার ওসি বসির আহমেদ বাদল জানান, বাসের চালক কৌশলে পালিয়ে গেলেও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত