টানা ২ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এর সামনে, এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বুধবার (১৪ সেপ্টম্বর)সকালে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের। সরজমিনে গিয়ে দেখা যায়, ২ দিনের ভারী বৃষ্টিতে ইমিগ্রেশন ভবনের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এতে করে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ভারতের সাতটি অঙ্গ রাজ্যের সাথে সহজ যোগাযোগের অন্যতম জনপ্রিয় স্থলপথ হল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। ঢাকা-চট্রগ্রাম-সিলেট সহ দেশের বিভিন্ন জেলার সাথে আখাউড়া স্থলবন্দরের যোগাযোগ ভাল হওয়ায় দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই স্থল বন্দরটি।
জরাজীর্ণ ভবন নিয়ে কোনমতে কর্যক্রম চললেও দেখা যাচ্ছে অল্প বৃষ্টি হলেও ইমিগ্রেশন ভবনটি সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যাত্রী ও কর্মকর্তারা পানিতে ভিজেই যেতে হচ্ছে ইমিগ্রেশন ভবনে। তাতে দূর্ভোগ পোহাতে হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের। ভারতগামী পাসপোর্টধারী এক যাত্রীর সাথে কথা হলে তিনি বলেন, আমার ব্যাক্তিগত কাজে ভারতের আগরতলা বিমানবন্দরে থেকে কলকাতা যাব। কিন্তু ইমিগ্রেশন ভবনের সামনে এসে দেখি বৃষ্টি পানি জমে আছে। ইমিগ্রেশন ভবনের ভিতরে কি ভাবে যাব এটি নিয়ে চিন্তায় আছি।
এ বিষয়ে আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ উপ পরিদর্শক স্বপন চন্দ্র দাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইমিগ্রেশন ভবনটি মূল সড়ক থেকে নিচু জায়গায় অবস্থিত, সেই জন্য বৃষ্টি হলেই এখানে বৃষ্টি পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর দুই দিন ধরে টানা বৃষ্টি থাকায় পাশে থাকা পুকুরের পানি বৃদ্ধি পেয়ে ভবনের সামনে চলে এসেছে। বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে।
বাবু/জাহিদ