শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৯ PM
নেত্রকোণার কেন্দুয়ায় অটো রিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নিজ বাড়িতে কেন্দুয়া  উপজেলার  মাসকা ইউনিয়নের বাইগনি গ্রামের মো.কাঞ্চন মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)অটো রিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ দুর্ঘটনায় মারা যান। 

এলাকা বাসীর সূত্রে জানা যায়,  সুমন মিয়া কিছু দিন যাবত অটো রিক্সা চালিয়ে তার সংসার চালাতো। আজ বুধবার সকাল বেলা অটো রিক্সা চালিয়ে দুপুরে বাড়িতে আসে, প্রতিদিনের মত খাবারের শেষে বিকালে আবার অটো নিয়ে বের হবে। কিন্তু যখন অটো রিক্সা চার্জ দিতে নেয় তখন বিদ্যুৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক আহত ও পরে সম্ভবত নিহত হয়। পাশের বাড়ীর লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পায়। 

ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তার স্ত্রী অবুজ দুই সন্তান নিয়ে অন্যত্র ছিল, তার পিতাও বাড়িতে ছিল না বলে এলাকাবাসী জানান। বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত সমুন স্ত্রী ও  দুই শিশু সন্তান রেখে গেছেন। 

মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম বাঙ্গালী, সুমন মিয়া অটো রিক্সায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক মৃত্যু হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত