কক্সবাজারে অভিযান চালিয়ে ভয়ানক মাদক ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। পালিয়ে গেছে আরেক সহযোগি। গতকাল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ২নং ওয়ার্ডের শামসুল আলম ছেলে মোঃ ফারুক (২২) কে ৪৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ আটক করে। যার আনুমানিক মুল্য ৫০ লক্ষ টাকা। এসময় ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বর্তমানে হোয়াইক্যং একই এলাকায় থাকা আওয়াল হাকিম প্রকাশ ওয়াল হাকিম এর ছেলে মঞ্জুর (৩৫) পালিয়ে যায়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বাজার সংলগ্ন মোল্লাপাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫,কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর সময় মোঃ ফারুক(২২), পিতা- শামসুল আলম, সাং- হোয়াইক্যং, ওয়ার্ড নং-০২, ইউপি- হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে আটক করা হয়। এ সময় ১৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বর্তমানে হোয়াইক্যং একই এলাকায় থাকা আওয়াল হাকিম প্রকাশ ওয়াল হাকিম এর ছেলে মঞ্জুর (৩৫) পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার হাতে থাকা কালো পলিথিন ব্যাগের ভেতর হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৪৯৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। যার মূল্য অনুমানিক ৫০ লক্ষ টাকা এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানায়, পলাতক ও আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) তাদের নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
বাবু/জাহিদ