বারহাট্টা উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম।
তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে বারহাট্টা সরকারি সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়, বারহাট্টা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, ও একে খান দাখিল মাদ্রসা সহ উপজেলার আরও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ এসে এমন মাজহারুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল হক।
পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম বলেন, পরীক্ষার্থীরা নির্বিঘ্নে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিতে পারে এ ব্যাপারে সকলে সতর্ক থাকতে হবে। কোন প্রকার ঝামেলা ছাড়াই এসএসসি পরীক্ষা সুস্থ ভাবে হয় সে ব্যাপারে তিনি নির্দেশনা দেন।
-বাবু/এ.এস