রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
বড়াইগ্রামে ডাকাতি হওয়া ২২টি গরু সহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার
মোতালেব হোসেন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ AM
নাটোরের বড়াইগ্রামের মহাসড়ক থেকে ডাকাতি হওয়া ২২টি গরু, ৩টি ট্রাক ও নগদ এক লাখ টাকাসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

শুক্রবার দুপুর ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সাইফুর রহমান।

বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত বড়াইগ্রাম এবং কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সুপার জানান, গত ৩০ আগস্ট ও ৫ সেপ্টেম্বর পাবনা-নাটোর সড়কের বড়াইগ্রামের উপজেলার শিবপুর এবং কয়েন বাজারের ময়মনসিংহপাড়া এলাকায় দুটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দুটি ট্রাকসহ ট্রাকে থাকা ২২টি গরু এবং তাদের গরুর মালিকের কাছ থেকে এক লাখ ৮৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব ঘটনায় বড়াইগ্রাম থানায় দুটি ডাকাতির মামলা হলে পুলিশ অভিযানে নামে।

বৃহস্পতিবার বিকালে পুলিশ প্রথমে জেলার লালপুরের চানপুর থেকে ডাকাত সেকেন্দার আলীকে আটক করে। সেকেন্দার আলী বগুড়া জেলার গাবতলী থানার চকডমর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পরে তার দেয়া তথ্যমতে রাতভর অভিযান চালিয়ে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এলাকা থেকে অপর চার ডাকাতকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলো- সিরাজগঞ্জের তাড়াশ থানার নওখাদা গ্রামের মৃত সাইফুল ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (৩০), মাদারীপুর সদর থানার চরগোবিন্দপুরের মৃত সুলতান আহম্মেদের ছেলে ফারুক গোসেন (৪০), কুষ্টিয়ার ভেড়ামারা থানার বাগ গাড়ীপাড়ার মৃত আসকার ব্যাপারীর ছেলে মিন্টু ব্যাপারী (৪০) ও একই উপজেলার মির্জাপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে শিশির মণ্ডল (৩২)। 

এর আগে বড়াইগ্রামের বনপাড়া বাইপাস মোড় এলাকা থেকে এই ঘটনায় জড়িত ডাকাত সর্দার নাটোরের বড়াইগ্রাম উপজেলার কায়েমকোলা গ্রামের জামাল মণ্ডলের ছেলে ফজলে রাব্বিকে (২৬) গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত