শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
আখাউড়া স্থলবন্দরে ব্যবসায়ী কার্যক্রম দুইদিনের বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:৪৩ AM

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পুজা উপলক্ষে শনিবার ও রোববার ২ দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানী রপ্তানী কার্যক্র বন্ধ থাকবে। ভারতের ত্রিপুরার ব্যবসায়ীদের সংগঠন ইন্দো-বাংলা আমদানী-রপ্তানীকারক এক চিঠিতে বিষয়টি বাংলাদেশের আখাউড়ার স্থলবন্দরের ব্যবসায়ীদেরকে জানিয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানী রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, আগরতলার ইন্দো-বাংলা আমদানী-রপ্তানীকারক সংগঠনের সাধারণ সম্পাদক শিব শংকর দেব গত বৃহস্পতিবার একটি চিঠির মাধ্যমে জানিয়েছে বিশ্বকর্মা পুজা উদযাপনের জন্য শনিবার ও রোববার তারা আমদানী রপ্তানী করবে না। যেহেতু ভারতের ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী করবে না তাই আমাদেরকে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। সোমবার থেকে যথারীতি আমদানী রপ্তানী শুরু হবে।

এদিকে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও আখাউড়া চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কতৃপক্ষ। 

আখাউড়া চেকপোষ্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, পুজা উপলক্ষে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৩-৫ লাখ মার্কিন ডলার মূল্যের বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়। এছাড়া বর্তমানে প্রতিদিন গড়ের ৩০০ টন গম আমদানি হচ্ছে ভারত থেকে।

বাবু/এসএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত