দেশ গড়ার শ্রমিক ছিলেন জিয়াউর রহমান এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তেঘুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকায় গয়েশ্বর চন্দ্র রায়ের নিজ বাড়িতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন।
এছাড়াও দক্ষিণ কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন লিটনের সভাপতিত্বে ও মুজাহিদ আলী ফারুকের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি নাজিমুদ্দিন নাজিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, সাংগঠনিক সম্পাদক ইশা খান, মোশারফ হোসেন মেম্বারসহ বিএনপির উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে একবার গণতন্ত্র পুনরুত্থান হয়েছে। ১৯৯০ সালে খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার পতনের মাধ্যমে আরো একবার গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। ইনশাআল্লাহ এবারও তারেক জিয়ার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব।’
অনুষ্ঠানের শেষাংশে দুই বছরের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানা শাখার সভাপতি মো. শাহিন আহমেদকে ও আসাদুর রহমান সোহেলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
বাবু/এসএম