ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার মনিয়ন্দ ইউপির দক্ষিণ মিনারকোট গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে মোঃ শামীম (৩০)।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আখাউড়া থানার উপ পরিদর্শন (এসআই) আবু ছালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ মাধ্যমে খবর পেয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলা দরুই এলাকা থেকে তাকে আটক করে। এসময় আটকৃতের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে আনা ১০ কেজি গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসে। উক্ত গাঁজা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, ১০ কেজি গাঁজাসহ মোঃ শামীমকে আটক করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান নিয়মিত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।
বাবু/এসএম