সিরাজগঞ্জের শাহজাদপুরে দাফনের আড়াই মাস পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলার বেলতৈল ইউনিয়নের চরবেলতৈল কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও থানা পুলিশের উপস্থিতিতে আলামিন হোসেন নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, চলতি বছরের ৩ জুলাই টাংগাইলে মৃত্যু বরণ করেন মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হকের ছেলে আলামিন হোসেন (৪৫)। প্রথমে খবর ছড়িয়ে পড়ে আলামিন ট্রেনে কাটা পরে মৃত্যু বরণ করে এবং লাশ নিয়ে এসে চরবেলতৈল কবরস্থানে দাফন করা হয়৷
পরবর্তীতে নিহতর মা আবেদা খাতুন বাদী হয়ে আদালতে মামলা দায়ের ও লাশ ময়নাতদন্তের আবেদন করলে আদালতের নির্দেশের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান ও ওসি অপারেশন আব্দুল মজিদের উপস্থিতিতে শনিবার লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট লিয়াকত সালমান বলেন, আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ কবর থেকে আলামিনের লাশ উত্তোলন করা হলো।
বাবু/জাহিদ