ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আমতলি বাজারে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি ও সারের হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় উপজেলা ইউএনও মোবাইল কোর্ট পরিচালনা করে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমতলি বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ।
নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি কে বলেন, গোপন সংবাদে জানতে পেরেছি আমাদের উপজেলায় কিছু অসাধু সার ব্যবসায়ীরা সাধারণ কৃষকদের কাছ থেকে বেশি দামে সার বিক্রি করছেন। এরই প্রেক্ষিতে আজ দুপুরে উপজেলার আমতলী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে ওই ব্যবসায়ী জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে লিখিত অঙ্গীকারনামা দেন। তাছাড়া বিজয়নগর উপজেলার প্রত্যেক সার ডিলার ও সার ব্যবসায়ীকে সরকারের কর্তৃক নির্ধারিত তালিকা প্রদান করা হয়েছে। আর তাদেরকে জোড়ালো ভাবে বলা হয়েছে, কোনো কৃষকদের কাছ থেকে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার যেনো বিক্রি না করা হয়, আর যদি কেউ কৃষকদের সাথে প্রতারণা করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জাহিদ