ফেনীর সোনাগাজীতে ভিখারি সেজে ভাত চেয়ে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার গলায় থাকা স্বর্নের চেইন ছিনতাইয়ের অভিযোগে ৬ নারীকে পুলিশে দিল জনতা। ১৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের প্রবাসী সিরাজের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হল- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার ধরমন্ডল গ্রামের চনু মিয়ার স্ত্রী নাজমা আক্তার, তার কন্যা তানিয়া আক্তার, শিরিনা আক্তার, জুনাইদের স্ত্রী আজিদা বেগম, মারুফ মিয়ার স্ত্রী জাহেরা খাতুন ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাশূরা গ্রামের আজগর আলীর কন্যা আসমা আক্তার।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সকাল সাড়ে নয়টার দিকে ছয়জন নারী আবুধাবী প্রবাসী সিরাজুল ইসলামের বৃদ্ধা মাতা আবেদা খাতুনের নিকট ভিখারি সেজে দু'মুঠো ভাত চান। তিনি ভাত এনে দিলে দুইজন ভাত খেতে বসেন এবং অপর চারজন তার গলায় থাকা নয় আনা ওজনের স্বর্নের চেইন খুলে নেন। এক পর্যায়ে তার কানে থাকা স্বর্নের দুল জোরপূর্ক খুলতে চাইলে তিনি চিৎকার শুরু করেন।
তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে উল্লেখিত ছয় নারীকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায়র বৃদ্ধার নাতি মো. হানিফ বাদী হয়ে ছয় নারীকে আসামি করে মামলা দায়েরর করেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাবু/জাহিদ