বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
রাজশাহীতে র‍্যাবের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক
রাজশাহী ব্যুরোঃ
প্রকাশ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১০:০০ PM আপডেট: ১৭.০৯.২০২২ ১০:০৪ PM
র‌্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-৫ বিভিন্ন সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে থাকে। এরই ধারাবাহিকতায় (র‌্যাব-৫) এর সদর কোম্পানীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে।

রাজশাহী জেলার গোদাগাড়ী থানা দক্ষিন বাসুদেবপুর নামক স্থানে রাস্তার উপর সকাল ৭.৩০ মিনিটে একটি অটোরিক্সা থামিয় উক্ত অটোরিক্সার যাত্রী দুজনকে তল্লাশী কালে মাদক ব্যবসায়ী রীমা বেগম (৩৫) পিতা সিরাজুল ইসলাম, মাতা-বেলী বেগম, স্বামী মো. বিপুল, বর্তমান ঠিকানা- মাটিকাটা, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীর শপিং ব্যাগের ভিতর পাউরুটির ভিতর বিশেষ কায়দায় রাখা ১০০ গ্রাম হিরোইন পাওয়া যায়। 

অপর আসামি আজহারুল ইসলাম (২৬), পিতা একরামুল থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, পায়ুপথে বিশেষ কায়দায় হিরোইন লুকানো আছে। পরে উক্ত আসামীকে হাসপাতালে নেওয়ার পথে কাশিয়াডাঙ্গা থানাধীন মোল্লাপাড়া এলাকায় আশ্রয়ন প্রকল্প আমবাগানের ভিতর পায়ুপথে বিশেষ কায়দায় কালো টেপদিয়ে মোড়ানো অবস্থায় ৩০ (ত্রিশ) গ্রাম হিরোইন বের করে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে উক্ত আসামিদ্বয় স্বীকার করে যে, সে উক্ত হিরোইন বিক্রয় করার জন্য বহন করে নিযে যাচ্ছিলো। গ্রেফতারকৃত উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত