নেত্রকোণা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার মধ্য রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে একহাজার ত্রিশ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। নেত্রকোণা পুলিশ সুপার ফয়েজ আহমেদ রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পশ্চিম এর অফিসার ইনচার্জ আবুল কালাম এর তত্ত্বাবধানে। এস আই সঞ্জয় সরকার ও এএসআই হরি পদ পাল এর নেতৃত্বে একটি টিম শনিবার মধ্য রাতে কেন্দুয়া উপজেলার বেখৈরহাটি বাজারে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মাহাবুব আলম নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাহাবুব ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সহনহাটি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র। পরে তার স্বীকারোক্তি মোতাবেক কেন্দুয়া উপজেলার সাহিতপুর বাজারে রবিবার সকাল ৭টার দিকে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসা নুর বশিরকে আটক করা হয়।
তার কাছ থেকে এক হাজার দশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নুর বশির কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার মুচানিপাড়া গ্রামের জাকির আহমেদের পুত্র।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফখরুজ্জামান জুয়েল ও ডিবি পশ্চিমের অফিসার ইনচার্জ আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ নেত্রকোণায় যোগদানের পর থেকে মাদক অভিযান পরিচালনা হচ্ছে ২৩ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৮ লক্ষ ৫১ হাজার নয়শত টাকা মূল্যের মাদক দ্রব্য হিরোইন গাঁজা, ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।
নবাগত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। নেত্রকোণাকে মাদকমুক্ত করার প্রচেষ্টায় পুলিশ অব্যাহত রেখেছে।
বাবু/জাহিদ