নেত্রকোণার কলমাকান্দায় ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে কুলসুমা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়ন এর উত্তর রানীগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মাজম আলীর স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত কুলসুমা খাতুন ঘর ঝাড়ু দিতে গিয়ে ফ্রিজের মাল্টি প্লাগ এর সাথে জড়িয়ে অচেতন হয়ে পড়ে। স্বজনরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বাবু/জাহিদ