নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে কোন লাভ হবেনা বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য। শান্তিপূর্ণ কর্মসূচির নামে নৈরাজ্য করতে চান বিএনপির নেতাকর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকার আর বাংলাদেশে আসবে না। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপির আন্দোলনের আলামত ভালো না। জামায়াতকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে মাঠে নেমেছেন তারা। কোনো সন্ত্রাসীকে বাংলাদেশে রাজনীতি করতে দেয়া হবে না। বিএনপি যদি নাশকতার পথে হাঁটে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম বারকু, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।
বাবু/জাহিদ