মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রূপগঞ্জে হাইওয়ে সড়কে বিএনপির মশাল মিছিল
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৬ AM আপডেট: ১৯.০৯.২০২২ ১১:৫৮ AM
বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি মুল্যে বৃদ্ধি, নিত্যপণ্যের মুল্যে বৃদ্ধি, গণপরিবহনের ভাড়া মুল্যে বৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী নিহতের প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তি এবং ভোটবিহীন সরকারের পদত্যাগ দাবি করে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি মশাল মিছিল বের করেছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালনি এলাকায় মিছিল বের করেন নেতাকর্মীরা। এসময় সড়কের বেশ কিছু সময় মিছিল করে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।

মিছিলে নেতৃত্ব দেন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহাফুজুর রহমান হুমায়ুন, বিএনপি নেতা বাছির উদ্দিন বাচ্চু, যুবদল নেতা শফিকুল ইসলাম শফিকসহ আরো অনেকে।

এর আগে, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার ভুলতা-বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে একটি মশাল মিছিল বের করলে বাঁধা দেয় যুবলীগ। এ নিয়ে যুবলীগ ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনা ঘটলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ছাড়া বেশ কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়।

রোববার ফের বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসুচী করবে এমন সংবাদে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও মহিলালীগের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কসহ গুরুত্বপূর্ণ ৩০টি পয়েন্টে অবস্থান নেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত