রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৭ PM
নেত্রকোণার কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের দায়ে লরি চালক ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, সাজা প্রাপ্তদের  সোমবার  (১৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম এই সাজা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবুল হাসেম বলেন, উপজেলার সীমান্তবর্তী মহাদেও নদী থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে কলমাকান্দা সদরের ডেইট্টাখালী মোড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ (১) ধারায় লরি গাড়ীর দুই চালককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।দণ্ডপ্রাপ্তরা হলেন, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে লরি চালক মো. জামাল মিয়া (২২) ও একই জেলার পাশ্ববর্তী বারহাট্টা উপজেলার বীর আলাদিয়া গ্রামের মো. ঈসমাইলের ছেলে লরি চালক মো.জামাল (৩৪)।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত