রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
সাংবাদিকের উপর হামলায় বিএমডিএর দুই কর্মচারী গ্রেপ্তার
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৯:১৯ PM
পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাম্যান রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,  এজহারভূক্ত মামলার ২নং আসামি বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নগর মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. রফিকুল আলম আজ সকালে প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের গ্রেফতার করে আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানতে চাইলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নিয়ে পুলিশের টিম রাজশাহীতে পৌঁছেছে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে তাদেরেকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর মধ্যে দুজন গ্রেফতার হয়েছে। বাকি ১৫ জন আসামি এখনো গ্রেফতার হয়নি।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত