সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ২
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ৯:৪৬ PM আপডেট: ১৯.০৯.২০২২ ৯:৪৯ PM
ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেন (র‍্যাব-১০) মিডিয়াসেল।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ এলাকায় অভিযান চালায় র‍্যাবের অভিযানিক দল। এসময় আনুমানিক এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা মূল্যের চারশত নব্বই পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন। মো. রবিন (২৯) ও মো. রুবেল (৩০)। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কাছে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

র‍্যাব আরও জানায়, আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশকিছু দিন যাবৎ কেরানীগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ  থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত