ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৯সেপ্টেম্বর ) বিকালে থানা প্রাঙ্গণে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।
এসময় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত জোট রাজনীতির নামে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করছে। বিদ্যুতের আলো থাকা সত্ত্বেও তারা মশাল মিছিল ও মোমবাতি জ্বালিয়ে সে আগুন সাধারণ মানুষের ওপর ছুঁড়ে মানুষের অটোরিকশা সিএনজি, মোটরসাইকেল সহ মানুষের জানমাল নষ্ট করে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে।
ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলম, ক্রাইম অফ ঢাকা জেলা পুলিশ আমিনুল ইসলাম, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান।
অনুষ্ঠানে নিটল টাটা, আবুল খায়ের গ্রুপ ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ দক্ষিণ কেরানীগঞ্জ ও মডেল থানায় তিনটি গাড়ি উপহার দেয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক , জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে পুলিশের সেবার মান নিয়ে অভিযোগ, করনীয় ও পরামর্শ বিষয়ে অলোচনা করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, দক্ষিন কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম ও সাধারণ সম্পাদক হাজী মো. ডাঃ সেলিম ও দক্ষিন কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহজাহান মৃধাসহ অনেকে।
-বাবু/এ.এস