সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কেন্দুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
আসাদুল করিম মামুন, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ১০:২২ AM
নেত্রকোনার কেন্দুয়ায় সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামে পুকুরের পানিতে ডুবে জুবের আলম (৩বছর২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

জুবের আলম সান্দিকোনা ইউনিয়নের সাতবারুকা গ্রামের বাসিন্দা এবং বেলাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  জাহাঙ্গীর আলমের একমাত্র পুত্র সন্তান।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৯সেপ্টেম্বর)  বেলা ২টার দিকে তাদের নিজ বাড়ির পুকুরে।জানাগেছে, দুপুরে খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় জুবের আলম।

পরে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পানিতে পড়া শিশু জুবের আলমকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

পুকুরে ডুবে যাওয়া শিশুপূত্র জুবের আলমের জানাজার নামাজ গতকাল রাত ৯ টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। 
জানাযার শেষে তাকে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত