সরকারের উন্নয়ন ও অগ্রগতির অংশ হিসাবে দাউদকান্দিতে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে পৃথক দুটি অনুষ্ঠানে মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া।
ইউএনও মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম শিকদার, উপজেলা প্রকৌশলি আফসার উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলাম, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মান্নান প্রধান, সাবেক চেয়ারম্যান নূর-এ-আলম ভূঁইয়া, মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. এম রকিব উদ্দিন, দাউদকান্দি উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক মোঃ হেলাল মাহমুদ, মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম শাহজাহান ফরাজি, গোয়ালমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কালাম সরকার, প্রধান শিক্ষক নাজমা বেগম প্রমূখ।
উল্লেখ্য, ৭৬ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যায়ে মিনারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও ৯২লক্ষ ৯ হাজার টাকা ব্যায়ে গোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দুটি নির্মাণ করা হয়।
-বাবু/এ.এস