রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রামগড়ে ২ লাখ টাকার ফার্নিচার ও মাদকদ্রব্য আটক
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ৩:৪৩ PM আপডেট: ২০.০৯.২০২২ ৪:০৬ PM
খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড় জোন এলাকায় বিভিন্ন প্রকার কাঠের ফার্নিচার ও ভারতীয় মদ আটক করেছে (৪৩ বিজিবি)। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রামগড় থানার অন্তর্গত কাশিবাড়ী বিওপির বড়খেদা এলাকা হতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করা হয়। 

যার বাজার মূল্য ৩৬ হাজার টাকা। আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি করা হয়েছে, পরবর্তীতে ভারতীয় মাদকদ্রব্য  ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। 

এছাড়াও (১৮ সেপ্টেম্বর) ৬টায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টের একটি টহল দল কর্তৃক চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোস্ট এলাকায় মালিকবিহীন আকাশমনি কাঠের বিভিন্ন ধরনের ফার্নিচার আটক করা হয়, যার বাজার মূল্য, ১ লাখ ৬০ হাজার টাকা।

আটককৃত আকাশমনি কাঠের বিভিন্ন প্রকার ফার্নিচার কয়লারমুখ বনবিট অফিসে জমা করা হয়েছে। রামগড় (৪৩ বিজিবির) অধিনায়ক হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষায়, চোরাচালান বিরোধী অভিযান চলমান থাকবে।

বাবু/জাহিদ
 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত