সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নে এলজিএসপি-৩ অর্থায়নে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর ) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটর (ডিএফ) মঞ্জুরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউপি সচিব সুবল চন্দ্র চন্দ, প্যানেল চেয়ারম্যান এস এম ফেরদৌস রাসেল সহ স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ। শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের জন্য খাতা, কলম, জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু বলেন, তৃণমূল থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে শিক্ষাকে গুরুত্ব দিয়ে যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটি তারই একটি অংশ। এছাড়া শিক্ষার্থীদের আরো শিক্ষার প্রতি উৎসাহ করে তুলতে এটির আয়োজন করেছি।
এলজিএসপি-৩ এর ডিষ্ট্রিক্ট ফ্যাসিলেটর (ডিএফ) মঞ্জুরুল ইসলাম বলেন, এটি চমৎকার একটি আয়োজন। আগামীতে এটি কিভাবে প্রতিমাসে করা যেতে পারে তার পরামর্শ দেন।
বাবু/জাহিদ