বরিশালের হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়জনে আজ উপজেলা হলরুমে মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২২ বাস্তবায়নের লক্ষে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন হিজলার নদনদীতে সকল প্রকার মাছধরা থেকে বিরত রাখার জন্যই এ সভার আয়োজন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সঞ্চালন সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,ওসি তদন্ত আঃ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, শিক্ষা অফিসার আঃ গাফ্ফার, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন হিজলা গৌরব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, বাড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার,মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, ধুলখোলা ইউপি চেয়ারম্যান মাওঃ জসিম উদ্দিন, নৌ পুলিশ, কোষ্টগার্ড, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি এনায়েত হোসেন হাওলাদার,জাতীয় মৎস্য সমিতির সভাপতি জাকির শিকদার, সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
-বাবু/এ.এস