শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
খাগড়াছড়িতে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৪:৫৩ PM আপডেট: ২১.০৯.২০২২ ৪:৫৬ PM
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ সেপ্টেম্বর) ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোনের অধীনস্থ চালিতাছড়া বিওপির আওতাধীন শিশক বাড়ি নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে ২১৭ পিস শাড়ি ও ৭২ পিস লেহেঙ্গা রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ১১ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিজিবি। পরে শিশক বাড়ি নামক এলাকায় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা শাড়ি ও লেহেঙ্গাগুলো রেখে পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে শাড়িগুলো জব্দ করে বিজিবি। 

৪০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সোহেল আহমেদ বলেন, জব্দকৃত শাড়ি সীতাকুণ্ড কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় অবৈধ মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে।

বাবু/জাহিদ
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত