নীলফামারীর ডোমারে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষাণাবেক্ষণ কর্মসূচী-৩ এবং অনুন্নয়ন রাজস্ব বাজেট “ গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত দুস্থ্য মহিলা কর্মীগণের মাসিক বেতনের চেক বিতরণ ও দক্ষতা বৃদ্ধির জন্য দিনব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ডোমার উক্ত প্রশিক্ষণ ও চেক বিতরণের আয়োজন করেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোস্তাক আহমেদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, প্রত্যাশা ফাউন্ডেশনের ট্রেনিং কো-অর্ডিনেটর সুমন ইসলাম, উদ্যোক্তা আব্দুল মোমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরইআরএমপি-৩ আওতায় ৯০ জন কর্মীকে জনপ্রতি ৫ হাজার দুইশত পঞ্চাশ টাকার চেক ও এলসিএস এর ৩৫ জনকে জনপ্রতি ৬ হাজার দুইশত টাকার চেক দেওয়া হয়।
বাবু/জাহিদ