ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পৌরসভার উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন। উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ট্যাগ অফিসার মো. ওমর ফারুক প্রমুখ।
জানা যায়, পৌরসভার ২ হাজার ২১৫ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজ ৪০৫ টাকা মূল্য নিধারণ করা হয়। এর মধ্যে ১ কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাউল ২ কেজি ১৩০ টাকা ও ২ লিটার সয়াবিন তেল ২২০ টাকা মূল্য ধরা হয়।
বাবু/জাহিদ