কক্সবাজারের টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ হাজার ৩২০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (২১ সেপ্টেম্বর ) সকাল ৯টায় কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর সাড়ে ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আশিক আহমেদ এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি ছোট নৌকা দ্রুত গতিতে তীরে ভিড়িয়ে রেখে পালাতে দেখা যায়। পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩৩,৩২০ পিস ইয়াবা পাওয়া যায়। এসময় পাচারকারীরা ইয়াবা পেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জাহিদ