মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
বিজয়নগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮:১২ PM আপডেট: ২১.০৯.২০২২ ৮:১৬ PM
ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসংহত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও আল মামুনের পরিচালনায়, এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাজু আহমেদ তদন্ত অফিসার বিমল কর্মকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানি, বীর মুক্তিযোদ্ধা দবীর উদ্দিন ভুইয়া, প্রেস ক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন প্রমুখ।

বিশেষ  অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, নিত্যপন্যের মূল্য বৃদ্ধি নিয়ে অপপ্রচার করেছে তাতেও সফল হয়নি। সবাইকে চোখ কান খোলা রেখে সকল প্রকার গুজব ও হুজুগ থেকে সতর্ক থাকার আহ্বান জানান। একটি মহল গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। তারা একেক সময় একক বিষয়ে গুজব সৃষ্টি করে। প্রথমে জালানী তেলের মূল্যকে ইুস্য করে গুজব ছড়াতে চেয়েছিল কিন্তু সফল হয়নি। দুষ্কৃতিকারীরা যাতে মাথাচারা দিতে না পারে এবং বাংলাদেশকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে হেয় করতে না পারে। তিনি আরও বলেন, বিশ্বপরিস্থিতির কারণে সারা বিশ্বেই জিনিষপত্রের দাম কিছুটা বেড়েছে। তারপরও টিসিবি থেকে শুরু করে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি চালু রয়েছে। এতেই বোঝা যায় সরকার জনগণের কথা চিন্তা করছে।

দুষ্কৃতিকারীরা কোন কিছু না পেয়ে একটা কালিমা লেপনের চেষ্টায় লিপ্ত রয়েছে। সামনে দুর্গাপূজা সহ বিভিন্ন কর্মকাণ্ড রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন, সাংবাদিকসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের কে অবগত করে বলেন আপনারা যদি কোন ধরনের অসঙ্গতি কর্মকাণ্ড দেখেন তাহলে প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন। 

প্রধান অতিথি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, বিজয়নগর ধর্মীয় সামাজিক সম্প্রীতি বজায় রয়েছে। তাছাড়া তিনি বলেন অনেক সময় ফেইসবুকে  স্ট্যাটাস দেখি কোনো হিন্দু ধর্মের ছেলে তার মন্দিরে ধুকে মূর্তির পায়ের নিচে কোরআন শরীফ রেখে যান এই ধরনের ঘটনা আমার ৭২ বছরের আর দেশ স্বাধীনতা ৫১ বছরের আমি বিশ্বাস করিনা কখনো এতে অন্য কারোর চক্রান্ত থাকতে পারে আমার মনে হয়। কোন হিন্দু ধর্মের যুবকক এই কাজ কখনো করতে পারেনা। আমার এলাকায় হিন্দু-মুসলমান দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছে। এখানে অতীতে কোন ধরনের সম্প্রীতি বিনষ্ট হয়নি আর কখনো হবে না বলে আমি বিশ্বাস করি। আমরা সকলে সতর্ক থাকলে ভবিষ্যতে কোন সমস্যা হবে না।

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত