মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
আশুলিয়ায় জাতীয় পার্টির নেতাকে সংবর্ধনা
মামুন মোল্লা, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ৯:০১ PM
ঢাকার আশুলিয়ায় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আবুল হাসনাত আজাদকে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করায় গন সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার(২১ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার দক্ষিন গাজীরচট ধলপুর এলাকায় এ সংবর্ধনা দেয়া হয়। 

জাতীয়  যুব সংহতির আশুলিয়া থানা আহ্বায়ক মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায় আশুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাতীয় পার্টির সভাপতি মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে, বিশেষ তিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় যুব পার্টি নেতা মো. জিল্লুর রহমান, শ্রমিক নেতা আল কামরান, জাতীয় পার্টির ইয়ার পুর ইউপির সভাপতি মো. শরিফুল ইসলাম, আশুলিয়া থানা সৈনিক পার্টির সভাপতি ডা. মোহাম্মদ আলী। 
 
এছাড়া  আরও উপস্থিত ছিলেন, জাতীয়  যুব সংহতির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুব নেতা ডা. রবিউল হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মো. শাহাদাৎ হোসেন স্বপন, মো. ইউনুস, মো. জাহাঙ্গীর আলম, মো. রুবেল আহম্মদ, মো. রফিক মিয়া, মো. সোহেল, টুনি বাবু, ছাত্র সমাজের কেন্দ্রীয় নেতা মো. রানা, আমিরুল ইসলাম চৌধুরী শিশির, ছাত্র নেতা মো. মনির হোসেন, মো. জয়।

এসময় আবুল হাসনাত আজাদ বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির সরকারের সময় ভালো ছিল। এখন দেশের মানুষ ভালো নেই। দেশে দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। দেশে দুর্নীতি ও দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে আনার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেন।

এ সময় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও কো চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম সহ সকল নেতৃবৃন্দের দীর্ঘায়ু কামনা করেন। তিনি আরও বলেন,  জিএম কাদের এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হুঁশিয়ার করে বলেন, জিএম কাদের এর বিরুদ্ধে সরযন্ত্র করলে তাদেরকে দাঁত ভাংগা জবাব দেয়া হবে। 

বাবু/জাহিদ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত