নেত্রকোণার কেন্দুয়ায় ৯নং নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজার পাকা রাস্তা হতে দনাচাপুর কালিবাড়ি ভায়া পোড়াবাড়ি পর্যন্ত, রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। রাস্তাটি সংস্কারের জন্য এলাকাবাসি উপজেলা পরিষদের স্মরণাপন্ন হলেও রাস্তাটি সংস্কারে কোন আশ্বাস পাওয়া যায়নি বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান।
অবশেষে জনগণের চলাচলের সুবিধার কথা চিন্তা করে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার ব্যক্তিগত ভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসারের সাথে কথা হলে তিনি জানান, ১৫ জন শ্রমিক নিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছি, স্থানে স্থানে বালির বস্তা ফেলে দনাচাপুর কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য উপজেলা পরিষদের সহযোগিতা চেয়ে, না পেয়ে ব্যক্তিগত উদ্যোগেই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করছি।
এই রাস্তা সংস্কার করতে প্রায় ১ লাখ টাকা খরচ হবে বলে জানান তিনি। রাস্তাটি সংস্কারের ফলে দনাচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, কালিবাড়ি মন্দিরে অনুষ্ঠিত দুর্গাপূজায় দর্শনার্থীদের সুবিধা ছাড়াও দনাচাপুর নওপাড়া, ও পোড়াবাড়ি গ্রামের লোকজন চলাচলের সুবিধা হবে।
নওপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য বাবুল চন্দ্র সরকার জানান, এই রাস্তাটি সংস্কার হলে আমাদের হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজায় দর্শনার্থীদের চলাচলের সুবিধা ছাড়াও সকল মানুষের চলাচলের ক্ষেত্রে উপকার হবে। ব্যক্তিগতভাবে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় তিনি তার ওয়ার্ডের জনগণের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ব্যাপারে কেন্দুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কুমার সরকার বলেন, আসন্ন দুর্গাপূজা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব, এই উৎসবের চিন্তা মাথায় নিয়ে, যাতে করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন নিরাপদে পূজা অর্চনা করতে পারে, সেই লক্ষ্যে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওসারের রাস্তা সংস্কারের উদ্যোগ প্রশংসার দাবি রাখেন বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি কেন্দুয়া উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষজনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
বাবু/জাহিদ