নারায়ণগঞ্জের রূপগঞ্জে মরিয়ম আক্তার নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মোমেন মিয়ার বাসা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
মরিয়ম কিশোরগঞ্জ সদর উপজেলার জালিয়া এলাকার বাচ্চু মিয়ার মেয়ে। এবং শাইলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বাচ্চু মিয়ার দাবি, মেয়েকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, চার মাস আগে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের জালিয়া এলাকা থেকে রূপগঞ্জের গোলাকান্দাইল নতুন বাজার এলাকার মোমেন মিয়ার বাড়িতে ভাড়া উঠি। আমার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। মরিয়মকে বাসায় রেখে প্রতিদিন সকালে আমরা কাজে বের হয়ে আবার রাতে ফিরি।
তিনি আরও বলেন, গত মঙ্গলবার বাড়িওয়ালা মোমেন তার বাসা থেকে একটু দুরে বিলে মাছ ধরতে গেলে সেখানে যায় মরিয়ম। এসময় মরিয়মের কাছ থেকে একটি মাছ পুকুরের পানিতে পড়ে যায়। মরিয়ম মাছ চুরি করেছে বলে বাড়িওয়ালা ও তার পরিবার দোষারোপ করে। বুধবার সন্ধ্যায় কাজ থেকে ফিরে মরিয়মের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। তার অভিযোগ, মাছ নিয়ে দ্বন্দ্বে বাড়িওয়ালা তার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে।
বাড়িওয়ালা মোমেনের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। ভুলতা পুলিশ ফাড়ির সহকারী পরিদর্শক হুমায়ন কবির বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের প্রতিবেদন আসলে হত্যা না আত্মহত্যা বলা যাবে।
বাবু/জাহিদ