দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৭টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরাস্থ অধ্যাপক হামিদুর রহমান কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্মল চ্যাটার্জি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান হাজী মো. ইকবাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপদপ্তর সম্পাদক রাহুল দাস, সদস্য মিজানুর রহমান মিজান , আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট সাবিনা রহমান শিল্পী ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারি প্রমুখ।
বাবু/জাহিদ